সোমবার (১৮ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহুমান।
পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার ঘটনায় জড়িত থাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত ওয়ার্ক সুপারভাইজার মো. সালাহ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশনাও দেওয়া হয়।
এ ঘটনার তদন্তে প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
রোববার (১৮ মার্চ) সকালে ২৪ নম্বর ওয়ার্ডে আওতাধীন মেয়র আনিসুল ইসলাম সড়ক তথা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।
তবে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলে তা আবার পরিষ্কার করা এবং অনুষ্ঠানকে ঘিরে সড়কটি নোংরা হওয়ার পর পুনরায় তা পরিষ্কার না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না উল্লেখ করে রোববার সন্ধ্যায় বিবৃতি দেওয়া হয় মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসএইচএস/এমজেএফ