সোমবার (১৮ মার্চ) বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে নগরে এ অভিযান পরিচালনা করেন।
এরমধ্যে ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কারণে নগরের গীর্জামহল্লা এলাকার খাদিজা ইলেকট্রনিক্স ও বিপ্লব ইলেকট্রনিক্স এবং সদর রোডের এম ইলেকট্রনিক্সকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল বাংলানিউজকে জানান, বকেয়া আদায় ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী অভিযান চালিয়ে বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে নগরের চাঁদমারি এলাকার তর্কি মেডিসিন কর্ণারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমএস/ওএইচ/