ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ আমার অনেক চেনা: রীভা গাঙ্গুলী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বাংলাদেশ আমার অনেক চেনা: রীভা গাঙ্গুলী

ঢাকা: ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এ সম্পর্ক অনেক গভীর। আমি পেশাগত কাজে বহুবার বাংলাদেশে এসেছি। এখানে থেকেছি। তাই বাংলাদেশ আমার অনেক চেনা। 

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা ক্লাবে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সংবর্ধনা এবং ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকাকে বিদায়ী অভিবাদন জানাতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত যৌথ সহযোগিতার সম্পর্কের ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে। আর এ যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে উভয় দেশের জনগণেরই উন্নত ও সমৃদ্ধ জীবন নিশ্চিত হবে। তার মেয়াদে তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও নিবিড় করতে কাজ করে যাবেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।  

এতে আরও বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমির উল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।  

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, হামীম গ্রুপের অন্যতম নির্বাহী পরিচালক রাহুল রাহাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।