ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় কৃষি বিভাগের গাড়ির ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
চুয়াডাঙ্গায় কৃষি বিভাগের গাড়ির ধাক্কায় কিশোর নিহত নিহত রাজুর মরদেহ। ছবি-বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় কৃষি বিভাগের মেহেরপুরের বারাদী হর্টিকালচার সেন্টারের পিকআপ ভ্যানের ধাক্কায় রাজু আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাজু আহমেদ হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথে হাতিকাটা এলাকায় এসে গাড়িটি বাইসাইকেল আরোহী রাজুকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাজু। এ অবস্থায় স্থানীয়রা রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনার পর সরকারি ওই পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।