মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথে হাতিকাটা এলাকায় এসে গাড়িটি বাইসাইকেল আরোহী রাজুকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাজু। এ অবস্থায় স্থানীয়রা রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনার পর সরকারি ওই পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআই