মঙ্গলবার (১৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-ওমান ৫ম টেকনিক্যাল কমিটির অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা একমত প্রকাশ করেন।
সভা সূত্রে জানা গেছে, ওমানে অনেক কর্মক্ষেত্র আছে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহানের নেতৃত্বে অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল করিম, যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওমান সালতানাতের ম্যানপাওয়ার ফর লেবার ওয়েলফেয়ার মন্ত্রীর উপদেষ্টা সালেহ আয়াইল সামিছ আল আমরির নেতৃত্বে ওমান প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জনশক্তি মন্ত্রণালয়ের ডিজি সেলিম সাইদ সেলিম আল বদি ও জনশক্তি মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং বৈদেশিক সম্পর্ক বিভাগের পরিচালক নাসের সেলিম নাসের আল হাধরামি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
জিসিজি/আরআর