ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জুতায় লুকিয়ে ইউএস ডলার পাচারের চেষ্টা, যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
জুতায় লুকিয়ে ইউএস ডলার পাচারের চেষ্টা, যাত্রী আটক বিজিবির হাতে আটক ডলার পাচারকারী, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার তিন ইউএস ডলারসহ (প্রায় ৯ লাখ টাকা) কবির মাতব্বর (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

কবির মাতব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালি গ্রামের মোনছের মাতব্বরের ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ভারত থেকে একটি বৈদেশিক মুদ্রার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়।  

তিনি আরও জানান, পাসপোর্ট যাত্রীর ছদ্মবেশে পাচারকারী কবির মাতব্বর কাস্টমস পার হয়। এরপর চেকপোস্ট পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালে এলে তাকে তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০ হাজার তিন ইউএস ডলার উদ্ধার করে বিজিবি সদস্যরা। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।