বাজার তদারকি কার্যক্রমের আওতায় মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে অভিযান পরিচালনার সময় মহানগরীর মতিহারের তালাইমারি মোড়ের হোটেলগুলোতে গিয়ে পাওয়া যায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ। পরে সেখান থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাবার ও কোমল পানীয় ফেলে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বাংলানিউজকে জানান, মহানগরীর হোটেলগুলোতে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় পাঁচটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরে বৈকালী ও রেহান হোটেলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে তালাইমারি মোড়ে বৈকালী হোটেলকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী ৩ হাজার টাকা, শফিকুল হোটেলকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী ৫ হাজার টাকা এবং রেহান হোটেলকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে একই ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসএস/জেডএস