পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
ঢাকা: সাউথ সাউথ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৯ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সফরে গেছেন।
আগামী ২০-২২ মার্চ বুয়েন্স আয়ার্সে সাউথ সাউথ কো-অপারেশন নিয়ে জাতিসংঘের সেকেন্ড হাইলেভেল সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সূত্র জানায়, সাউথ সাউথ সম্মেলনে যোগদানের সময় বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে তার। আগামী ২৪ মার্চ (রোববার) ড. এ কে মোমেন ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।