ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াজকুরুনী মামুন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। মামুন একই ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।

সে দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকার আজিজা রোজ বাড কিন্ডার গার্টেনের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে স্কুলটির প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে বাড়ি ফিরছিলো মামুন। পথে পোল্লাকান্দি সেতু এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।