ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বেকারিতে ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজকে

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা এবং ভৈরব উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমিনসহ পুলিশ সদস্যরা।

 

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অপরাধে আরফা ফুড প্রোডাক্টকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ ময়দা ব্যবহার করে বেকারি পণ্য তৈরির দায়ে মেসার্স আইস অ্যান্ড কোং বেকারিকে ১০ হাজার ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে বেকারি পণ্য তৈরির দায়ে রহিম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া অভিযানের সময় জব্দ করা ময়দা, রং ও অন্যান্য  ভেজালে সামগ্রী বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।