মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব অবধৈ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ‘ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে চলে এ অভিযান।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, মহাদেবপুর, বরঙ্গাইল ও পাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার অবধৈ স্থাপনা চিহ্নিত করেছে। মঙ্গলবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মানিকগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম ও উপ-সহকারী প্রকৌশলী শাহানুর রশিদসহ র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
কেএসএইচ/ওএইচ/