জব্দকৃত সোনাসহ আটক আব্দুল করিম। ছবি: বাংলানিউজ
রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলাধীন পাইকারা মোড়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪১ ভরি স্বর্ণালঙ্কারসহ আব্দুল করিম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পাংশা হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আব্দুল করিম কুমিল্লা জেলার মুরাদনগর থানার বুড়িয়ামুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিবি ডিলাক্স নামের একটি লোকাল বাসে অভিযান চালানো হয়।
এসময় আব্দুল করিম নামে এক যুবকের দেহ তল্লাশি করে ৪১ ভরি ওজনের ৩৯টি নেকলেস ও ৯ জোড়া কানের দুল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই যুবক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।