এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- রয়েড়া গ্রামের আমির হোসেন (৪০), সিদ্দিক হোসেন (৩৬), নজরুল ইসলাম (৩২), জাহিদুল ইসলাম (৩০), ও কামরুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়ি বাড়িয়া গ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকরা (উড়োজাহাজ প্রতীক) নির্বাচনী সভা শেষে রয়েড়া বাজারে এলে নৌকা প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরএ