মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক ও বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান ওরাকল আয়োজিত ডিজিটাল ট্রান্সফরমেশন ও সাইবার নিরাপত্তা শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এ আহবান জানান সাইবার বিশেষজ্ঞরা।
সেমিনারে বক্তব্য রাখেন ওরাকল সলিউশনের পরিচালক পাইজিট অংসংসার্ন, সি মুন ফু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেনের গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ।
ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকের গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ বলেন, প্রতিযোগিতামূলক এ বিশ্বে ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা।
সামিটে বক্তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরী বলে মন্তব্য করেন।
দিনব্যাপী এ তথ্য-প্রযুক্তি বিষয়ক সেমিনারে দেশি-বিদেশি আইটি এক্সপার্ট ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএইচএস/জেআইএম