ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এরপর ৪৫ মিনিট পর আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে বলেন, এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা ভবনে তৃতীয় তলায় পরিত্যক্ত জুট থেকে আগুণের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১২টা ১২ মিনিটে আগুন নেভায়।

এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের বা ক্ষতির ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএমএকে/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।