ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
হোসেনপুরে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মৃদুল সরকার প্রান্ত (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে উপজেলার গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল সরকার প্রান্ত ওই এলাকার যতিশ চন্দ্র সরকারের ছেলে।

সে স্থানীয় এসআরডি শামসুদ্দিন ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মৃদুল সরকার প্রান্ত বাড়িতে একাই ছিল। মঙ্গলবার রাতে পরিবারের লোকজন বাড়ি এসে কোনো সাড়া শব্দ না পেয়ে তার খোঁজ করেন। পরে তার প্রান্তর ঘরে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে প্রান্ত ঝুলে রয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ০৫৫৭ ঘণ্টা, ২০মার্চ, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।