মঙ্গলবার (১৯ মার্চ) রাতে উপজেলার গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল সরকার প্রান্ত ওই এলাকার যতিশ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, মৃদুল সরকার প্রান্ত বাড়িতে একাই ছিল। মঙ্গলবার রাতে পরিবারের লোকজন বাড়ি এসে কোনো সাড়া শব্দ না পেয়ে তার খোঁজ করেন। পরে তার প্রান্তর ঘরে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে প্রান্ত ঝুলে রয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় : ০৫৫৭ ঘণ্টা, ২০মার্চ, ২০১৯
জেআইএম