সৈয়দপুর রেলে স্টেসন/ছবি: সংগৃহীত
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে আব্বাস আলী (৪৬) নামের এক ট্রেনের টিকিট কালোবাজারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার পরে টিকিট কালোবাজারীর সময় হাতেনাতে আটক করা হয়। ওই ব্যক্তি রেলওয়ে স্টেশনের কুলির সর্দার।
কাজের ফাঁকে ফাঁকে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি মুনাফা লুটে আসছিল। পুলিশ এবার তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।