মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার সায়দাবাদে ঢাকা ও কিশোরগঞ্জ মালিক সমিতির যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানায়।
ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব ওসমান আলী।
কয়েকজন বাস মালিক ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস স্ট্যান্ডে একটি চক্র চাঁদাবাজি করে আসছে।
এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করার পরও তারা চাঁদাবাজি বন্ধে কোনো পদক্ষেপ নেননি। ফলে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু কিশোরগঞ্জ থেকেই অন্য কোনো রুটে বাস ছেড়ে যাবে না, ঢাকাসহ অন্য স্ট্যান্ড থেকেও কিশোরগঞ্জের উদ্দেশে বাস ছেড়ে আসবে না।
চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান বাস মালিকরা।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ০৬৩৯ ঘন্টা, ১৯ মার্চ, ২০১৯
এমএইচএম