মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাতে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিসি মামুন জানান, আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
তদন্ত কমিটিতে অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীকে প্রধান করে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, খাগড়াছড়ির বিজিবি প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গত ১৮মার্চ সন্ধ্যার দিকে পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী কাজ শেষ করে ফেরার পথে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ৭ জন নিহত ও ১৪ জন আহত হন।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘন্টা, মার্চ ২০, ২০১৯
এমএইচএম