ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে গুদামে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
চট্টগ্রামে গুদামে আগুন ফাইল ফটো

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি।

বুধবার (২০ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, অ্যারোমা সিঙ্গারের গুদামে আগুন লাগার খবর পেয়ে নগরের আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি গাড়ি পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।