ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
সুন্দরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সুমি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে শাহানা নামে তার এক সহপাঠী।

বুধবার (২০মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই ইউনিয়নের রামভদ্র জানেরপাড় গ্রামের আব্দুল গণির মেয়ে।

আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই দুই স্কুলছাত্রী বাইসাইকেল চালিয়ে জ্যোতি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে সুন্দনগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমি আক্তারের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।