মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে ১১টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহেদুল উপজেলার বাহাদুরসাদি এলাকার মৃত নেহার উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে বালিগাঁও চৌধুরীপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শাহেদুল। এসময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আরএস/আরবি/