বুধবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। আরিফা আখাউড়া উপজেলার গোলখার গ্রামের শাহেদ খন্দকারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন প্রায় সময়ই তাকে নির্যাতন করত। এই নিয়ে বেশ কয়েকবার সামাজিক ভাবে মিমাংসা হলেও এর কোনো সমাধান হয়নি। নিহতের পরিবারের সদস্যদের দাবি আরিফাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আরএ