বুধবার (২০ মার্চ)সকাল ১০টার দিকে জামগড়ার রূপায়ন আবাসন মাঠের পাশে মসজিদের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কবির টাঙ্গাইলের কালিহাতী থানার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতের কোনো এক সময় কে বা কারা এই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। সকাল ৭টায় লোকজন যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে তার নাম: মো. মামুন। সে নওগাঁ জেলা সদরের মোজাম্মেল হকের ছেলে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বুকে, মুখে ও গলা কাটা রয়েছে। পরিচয়পত্রের সূত্রে মামুনের বয়স (৩২)। কিন্তু লাশ দেখে মনে হয় ১৮ বছরের যুবক।
হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিহতের পরিচয় নিয়ে সংশয় রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আরএ