বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সকালে খরচাকা বিওপির নায়েক সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় টহল দেওয়া হয়।
পরে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। বর্তমানে এ ঘটনা জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার ৫১০ টাকা।
সীমান্তে জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএস/আরবি/