ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু রহমান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বেতীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাবলু বেতীখোলা গ্রামের জলিল গাজীর ছেলে।

সে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ঘরের ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বাবলু। পরে স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বাংলানিউজকে বলেন, এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী নিহতের খবর জানতে পেরে তদন্তে পুলিশ পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।