ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহফুজা বেগম ওরফে মারুফা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় নসিমন চালকসহ নিহত নারীর ছেলে তানহা (৭) গুরুতর আহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মারুফা বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শহিদুল হাওলাদারে স্ত্রী।

গুরুতর আহত শিশু তানহাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ওই নসিমনটিকে ধাক্কা দিলে সামনের চাকা খুলে যায়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে আটকে যায়। এসময় মারুফা নামে ওই নারী নসিমন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে তানহা ও নসিমন চালক গুরুতর আহত হয়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে নিহত মারুফা তার শিশু সন্তানকে নিয়ে নসিমনে করে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।