ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের ৩ উপজেলায় ই-নামজারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
হবিগঞ্জের ৩ উপজেলায় ই-নামজারি

হবিগঞ্জ: দ্রুত সেবা নিশ্চিত এবং হয়রানি থেকে জনগণকে রেহাই দিতে চালু করা হয়েছে ই-নামজারি। হবিগঞ্জের তিনটি উপজেলায় এ পদ্ধতি চালু হওয়ায় সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। শিগগিরই আরও ছয়টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে চারদিন ব্যাপী ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবির মুরাদ।  

ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

২৩ মার্চ (শনিবার) এ প্রশিক্ষণ শেষ হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল।

জেলার বাহুবল, আজমিরীগঞ্জ, লাখাই, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার ৩৫ জন ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মশালায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।