ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর): বকেয়া বেতনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি শ্রমিকেরা কয়লা উত্তোলন বন্ধ করে দিয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিকেরা।

জানা যায়, বড়পুকুরিয়া খনির প্রোডাকশন, মেইনটেন্যান্স অ্যান্ড প্রভিসনিং সার্ভিসেস (এমপিএমএন্ডপি) চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত প্রায় ১ হাজার দেশীয় খনি শ্রমিক ১৯ মাসের ৭২ ছুটির দিনের বেতন পাওনা রয়েছে।

বকেয়া পাওনার দাবিতে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।  

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বাংলানিউজকে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিরসনের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।