মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নেত্রকোণা পাবলিক হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আশরাফ আলী খান বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা তথা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রথম সাহস ও দিক নির্দেশনা দেন।
দিবসটিকে কেন্দ্র করে নানামুখী কর্মসূচি হাতে নেওয় জেলা প্রশাসন। এরমধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সময় প্রতিমন্ত্রী খসরু সাতপাই এলাকায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জিপি