মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলিনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার রহনপুর স্টেশনপাড়ার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আলিনগর বাজারে দুলাল তার কোম্পানির অর্ডার নিচ্ছিলেন। এসময় হঠাৎ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃতু হয়।
খবর পেয়ে গোমাস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে বাংলানিউজকে জানান সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসআরএস