ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলিনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার রহনপুর স্টেশনপাড়ার কামাল উদ্দিনের ছেলে।

দুলাল একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, আলিনগর বাজারে দুলাল তার কোম্পানির অর্ডার নিচ্ছিলেন। এসময় হঠাৎ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃতু হয়।  

খবর পেয়ে গোমাস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে বাংলানিউজকে জানান সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।