মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তাহেরপুর পৌরসভার তিলিপাড়া এলাকায় বারনই নদীতে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে বাগমারা থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
জানতে চাইলে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বাংলানিউজকে বলেন, নিহত নারীর চেহারা চেনা যাচ্ছে না। মরদেহটি গলে যাওয়ায় সঠিক বয়সও বোঝা যাচ্ছে না।
ওসি জানান, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কেউ তার ব্যাপারে কিছুই বলতে পারেননি। তবে নিহতের পরনে শাড়ি ও ব্লাউজ রয়েছে।
বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যেতে পারে বলেও জানান বাগমারার থানার ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসএস/এমজেএফ