ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর উত্তরায় ১২ বছর বয়সী বৈশাখী নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গবার (২৬ মার্চ) বিকেলের উত্তরা-১৮ নম্বর সেক্টরের ৫ নম্বর বাড়ির ৭ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের  আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার এস আই দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গৃহকর্তার নাম রিফাত ফেরদৌস। তার বাসায় গত একমাস ধরে গৃহকর্মীর কাজ করতো শিশু বৈশাখী। মঙ্গলবার বিকেলে বাসার একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।  

তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হযয়েছে। তবে মরদেহের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি।  

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে উল্লেখ করে  এস আই দেলোয়ার বলেন, নিহত শিশুর বাড়ি নওগাঁয়। তার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।