ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মাদারীপুর: ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে রাখা ফেরিগুলো শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, বিকেলে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে উঠে পদ্মানদী।

দুর্ঘটনা এড়াতে বিকেলে সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে রাত ৮টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, বিকেল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। পদ্মা উত্তাল হওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।