ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আবরারকে চাপা দেওয়া বাস চালকের সহকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আবরারকে চাপা দেওয়া বাস চালকের সহকারী গ্রেফতার

ঢাকা: রাজধানীর প্রগতি স্মরণীতে বাসচাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার হত্যার ঘটনায় সুপ্রভাত বাসের চালকের সহকারী ইয়াসিনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বিইউপি শিক্ষার্থী আবরার হত্যার বিষয়ে বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি স্মরণী এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়।  
 
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পিএম/ আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।