বুধবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান লক্ষ্মীপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আরমানসহ তিন জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে খিলবাইছা এলাকায় একটি অটোরিকশা সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এসআর/আরএ