বুধবার (২৭ মার্চ) ভোরে এ অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পাঁচটি পাইপগান, একটি পিস্তল ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে থেকে বলেশ্বর নদের মধ্যবর্তী বিহঙ্গ দ্বীপসহ বিভিন্ন দ্বীপে সশস্ত্র দস্যুবাহিনী ট্রলার ডাকাতির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি।
একপর্যায়ে মঙ্গলবার (২৬ মার্চ) রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দ্বীপে অভিযান পরিচালনা করে বিহঙ্গ দ্বীপে তিনটি গর্ত দেখে তল্লাশি করে পাঁচটি পাইপগান, একটি পিস্তল ও ২১ রাউন্ড গুলি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কোস্টগার্ডের অভিযান টের পেয়ে দস্যুবাহিনী অস্ত্র ও গুলি রেখেই পালিয়ে যায়। তবে কোন বাহিনী ছিল তা জানা যায়নি।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে এবং অস্ত্র আইনে থানায় একটি মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আরএ