বুধবার (২৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ সিকৃবি ছাত্র হত্যা মামলায় পুলিশ আসামিদের ১০ দিনে করে রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজী শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বাংলানিউজকে জানান, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ মার্চ মৌলভীবাজারের শেরপুর এলাকায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে উদার পরিবহনের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়। ওইদিন রাতেই বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দু’দিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলায় আরেক আসামি গাড়ির সুপারভাইজার সেবুল মিয়া পলাতক রয়েছেন।
এদিকে শেরপুরে বাস থেকে ফেলে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম এবং কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সুমন মিয়া হত্যার প্রতিবাদ ও ঘাতক পরিবহন শ্রমিকদের শাস্তির দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যাত্রী অধিকার আন্দোলন ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আরএ