মঙ্গলবার (২৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান (১৮) গাজীপুরের জোলারপাড় এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে।
এলাকাবাসী জানায়, গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বাসা ভাড়া থাকেন মুসা ও আঞ্জু মনোয়ারা দম্পতি। মুসা কাঁচামালের ব্যবসা করেন ও আঞ্জু স্থানীয় একটি গার্মেন্টেসে চাকরি করেন। মঙ্গলবার মুসার সঙ্গে তার স্ত্রী আঞ্জুর ঝগড়া হয়। এক পর্যায়ে আঞ্জুকে মারধর করেন মুসা। খবর পেয়ে আঞ্জুর মা আসমা ও ভাই আশিকুর তার বাসায় আসেন। পরে রাত ১০টার দিকে মা ও ভাইয়ের সঙ্গে আঞ্জু বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পরে তারা দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে মুসা পেছন থেকে আশিকুরের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেন। এ সময় আশিকুরের মা ও বোন এগিয়ে গেলে তাদেরও আঘাত করে পালিয়ে যান মুসা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আশিকুরের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। সেখান থেকে আশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আরএস/আরআইএস/