বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার মুসলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দোলা মাদারীপুর সদর থানার মোবারকদি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, সকালে দোলার নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে তার স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি