ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আশুলিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সোহানা আক্তার দোলা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার মুসলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দোলা মাদারীপুর সদর থানার মোবারকদি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

বর্তমানে তারা বাবা-মার সঙ্গে জিরাবোতেই থাকতো।

পুলিশ জানায়, সকালে দোলার নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে তার স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।