ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।  

বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তার।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি। তবে কোনো কোনো সংস্থা আপত্তি তুলছে। আমরা বলতে চাই ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না।  

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় পালিয়ে থাকা খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।  

বিদেশে পালিয়ে থাকা সব দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশের বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। সে কারণে ৭৮টি মিশনে এই ব্লু বক্স দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে।  

ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।