মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে উপজেলার উত্তর পুটিয়াখালি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূরাতুন্নেছা রাজাপুর উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামের মৃত তানজের আলীর স্ত্রী।
সূরাতুন্নেছার নাতি হাফিজুর রহমান জানান, হাফিজের বাবা খুলনার একটি মসজিদে ইমামতি করেন। আর চিকিৎসার জন্য তার মা তাসলিমা বেগম নানা বাড়িতে ছিলেন। গতরাতে অগ্নিকাণ্ডের সময় ঘরে তার দাদী সূরাতুন্নেছা ছাড়া আর কেউ ছিলেন না। রাতে ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তার দাদি সূরাতুন্নেছা পুড়ে মারা গেছেন বলেও জানান হাফিজুর।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এসআই রফিকুল।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএস/আরআইএস/