ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে বজ্রপাতে পিয়ার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পিয়ার আলী ওই গ্রামের দহির উদ্দিনের ছেলে।

শিমুলিয়া গ্রামের সাগর আলী বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টির মধ্যে পিয়ার আলী বাড়ির পাশের একটি ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে পিয়ার আলীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
কেএসএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।