বুধবার (২৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এর পর ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন- কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাঁড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য রিনা মন্ডল, পিঞ্জুরী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ শিকদার, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ কোটালীপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গত ২৪ মার্চ (রোববার) তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি