বুধবার (২৭ মার্চ) সকালে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ বিষয়টি জানায়।
এরআগে, মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির
হাসানপুর থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেনগুয়া গ্রামের মিজান পাটোয়ারির ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে ঢাকাগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির হাসানপুরে উল্টো পথে যেতে চাইলে টহলরত সার্জেন্ট আলমগীর বাধা দেন। এসময় বাস থেকে নেমে ইমরান পাটোয়ারী নিজেকে মতিঝিল থানার এসআই পরিচয় দিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। তার কথা অসংলগ্ন মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এসময় তার কাছ থেকে ওয়াকিটকি, লেজার লাইট, স্ক্যানিং করা পুলিশের পরিচয়পত্র ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সকালে মামলা দিয়ে তাকে মডেল থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি