বুধবার (২৭ মার্চ) প্রথমে ধানমন্ডির কলাবাগান মাঠ থেকে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাসের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এই রুটে প্রাথমিকভাবে ২০-২৫টি শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানো হয়েছে।
এসময় সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা শহরের যানজট নিরসন ও গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে দুই সিটি কর্পোরেশন যৌথভাবে এবং আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যার অনেকগুলো বাস্তবায়ন হয়েছে আর বাকিগুলোও দ্রুত বাস্তবায়ন হবে। তেমনই একটি উদ্যোগ এই চক্রাকার বাস।
এই বাসগুলো যত্ন সহকারে ব্যবহারের জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ে দক্ষিণের মেয়র বলেন, এ ধরনের বাস সেবা চালুর ফলে নগরবাসী যেমন স্বস্তিতে গন্তব্যে যেতে পারবেন, তেমনি যানজটও দূর হবে। সড়কে প্রাইভেট গাড়িসহ ছোট ছোট যানবাহনের সংখ্যা কমে আসবে। এই বাসগুলো যাত্রীদের সাশ্রয়ী খরচে সেবা দেবে। আশা করি যাত্রীরা নিজেদের সম্পদ মনে করে বাসগুলোর যত্ন নেবেন।
অন্যদিকে এয়ারপোর্ট গোলচত্বর থেকে গুলিস্তান রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। প্রাথমিকভাবে বিআরটিসির চারটি ডাবল ডেকার বাস চলবে এই রুটে। বাসগুলো এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে। বিআরটিসি আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুটে আরও ২০টি বাস যুক্ত করবে বলে জানিয়েছে ডিএনসিসি।
অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, গত ১৯ তারিখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নূর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেওয়ার পর সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে, নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসাবে, প্রধানমন্ত্রীর নির্দেশে অতি দ্রুত এই বাসগুলোর উদ্বোধন করা হয়।
তিনি বলেন, সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্র্যাঞ্চাইজ করা হবে। উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এসএইচএস/এইচএ/