বুধবার (২৭ মার্চ) দুপুরে মারিশ্যা ২৭বিজিবি জোনে বাঘাইছড়িতে নির্বাচনী কাজে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জিওসি বলেন, গত ১৮ মার্চের ঘটনাটি শুধু পার্বত্য অঞ্চলের জন্য নয়, পুরো জাতির জন্য একটা কালো অধ্যায়।
জিওসি আরও জানান, আসামিরা যতো শক্তিশালী হোক না কেন, তারা যদি ১০০ হাত মাটির নিচে লুকিয়ে থাকে সেখান থেকে তাদের খুঁজে বের করা হবে।
এর আগে, জিওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই এলাকায় হামলার কারণ চিহ্নিত করেন।
উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান,
চট্টগ্রাম রেঞ্জের পুলিশ প্রধান মো. খন্দকার গোলাম ফারুক পিপিএম, বিপিএম, চট্টগ্রাম রেঞ্জের আনসার ভিডিপির ডিডিজি মো. সাসছুল আলম, খাগড়াছড়ি ২০৩ ব্রিগ্রেড কমান্ডার, মো. হামিদুল হক, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ, রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবিরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভার পর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বাঘাইছড়িতে নির্বাচনী কাজে নিহত সাতজনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে তুলে দেন জিওসি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি