ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৭৭ কেজি গাঁজাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
৭৭ কেজি গাঁজাসহ আটক ৬ ...

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৯ হাজার ১৫০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ৪টি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন— বাবুল মিয়া (৫০), অলিউল্লাহ (২৯), আনোয়ার হোসেন (৪৬), শাহিনুর বেগম (৩০), বিলকিস আক্তার বিথী (৩৮) ও সুমাইয়া আক্তার (১৮)।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চকবাজার থানাধীন ২২ নং নুর ফাতাহ লেন সড়কে অভিযান চালিয়ে ৩ নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৯ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকের চালান গাড়িযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।