ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ট্যাংকের আগুনে চালক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
মোটরসাইকেলের ট্যাংকের আগুনে চালক দগ্ধ ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর তুরাগ বাউনিয়া এলাকায় নিজের মোটরসাইকেলের ট্যাংকের আগুনে কাজী নজরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নজরুল ইসলাম একটি কোম্পানীর গাড়িচালক। বাউনিয়া আবদুল জলিল হাই স্কুল সংলগ্ন একটি বাসায় তিনি থাকেন।

তার স্ত্রী শিউলি বাংলানিউজকে জানান, দুপুরে কাজ শেষ করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাসায় আসেন নজরুল। এরপর হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি স্বামী নজরুলের শরীরে আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।

তিনি বাংলানিউজকে আরো জানান, মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে নজরুল তাদের জানিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার শরীরের উপরিভাগ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এজেডএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।