বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী শফিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার এলাকায় প্রজাপতি গুহার পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ফার্মগেটের দিক থেকে আসা একটি প্রাইভেটকার ওই যুবককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই যুবক। পরে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেননি পথচারী শফিকুল। ওই যুবকের পরনে ছিল জিন্স পেন্ট ও ফুলতাহা শার্ট।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এজেডএস/জেডএস